মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন   |   সারাদেশ

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল


নুরুল করিম (মহেশখালী) :

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৫ মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থিরা।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন (আজ সোমবার) ১৫ এপ্রিল শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন.. সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, শ্রমিকনেতা মোহাম্মদ হাবিব উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নিশান।


ভাইস-চেয়ারম্যান পদে দাখিল করেছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু, মোহাম্মদ জাহিদুল হুদা, মোহাম্মদ আবু ছালেহ, ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন তৌফাইল, সমাজ সেবক সাইফুল কাদির, এডভোকেট শাহাজাহান পারুল।


এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দাখিল করেছেন.. সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য মিনুয়ারা মিনু, সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল বলেন ১৫ প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।


উল্লেখ্য- মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১৭ ই এপ্রিল পর্যন্ত। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পরবেন তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১ শে এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ শে এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ শে এপ্রিল।

আগামী ৮ মে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪৩৫ টি।

সারাদেশ এর আরও খবর: